বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নতুন করে শপথ নিয়েছেন নীতীশ কুমার। গঠিত হয়েছে এনডিএ সরকার। তবে বিধানসভার ফ্লোর টেস্ট এখনও বাকি রয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণ করেননি নীতীশ কুমার। সেই পরিস্থিতিতে নীতীশ কুমারকে সমর্থন জানানো ‘হাম’-এর নেতা জিতেন রাম মাঝি এখন খবরের শিরোনামে রয়েছেন।
নীতীশ কুমারের সঙ্গে দর কষাকষিতে জিতেন রাম মাঞ্ঝি দুটি মন্ত্রীদের দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, এই জিতেন রাম মাঝিকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছে কংগ্রেস। জিতেন রাম মাঞ্ঝি নীতীশ কুমারের কাছে দুটি মন্ত্রিপদের দাবি করেছেন, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেছেন, তিনি (জিতেন রাম) মহাজোটের সঙ্গে এলে, তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে। অখিলেশ প্রসাদ সিং-য়ের এই মন্তব্যের পরে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।
অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, সব কিছু প্রকাশ্যে আনা যাবে না। শুধুমাত্র তেজস্বী যাদবই চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি আরও বলেছেন, খেলা এখনও চলছে। এদিকে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ বিধানসভার অধ্যক্ষ অবধ বিহার চৌধুরীকে পদত্যাগ করতে বলেছে। তাদের দাবি রাজ্যে এনডিএ সরকার গঠনের পরে তিনি হাউসের আস্থা হারিয়েছেন।
প্রসঙ্গত মহাজোট থেকে সরে গিয়ে নীতীশ কুমার এনডিএ-তে ফিরেছেন। তিনিই পের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে। নতুন সরকারে বিজেপির দু’জন উপমুখ্যমন্ত্রী রয়েছেন। অন্যদিকে হাম-এর শীর্ষ নেতা সন্তোষ সুমনও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই সঙ্গে নির্দলীয় সুমিত সিংও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর পাশাপাশি মন্ত্রিসভা সম্প্রসারণের আগে দুটি মন্ত্রিপদের দাবি করেছেন জিতেন।