বাংলায় এখনও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়ার আলো দেখছে কংগ্রেস। এর জন্য প্রয়োজনে তৃণমূলকে আসাম বা মেঘালয়ে আসন ছাড়তেও রাজি দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। তবে আম আদমি পার্টির মেঘালয়ে আসনের দাবিকে কোনও আমলই দিচ্ছে না কংগ্রেস।
আসন সমঝোতায় সিলমোহর দিতে কংগ্রেস হাইকমান্ডের ঢিলেমি। রাজ্যের শাসক দল ও শীর্ষনেতৃত্বের প্রতি প্রদেশ নেতৃত্বের লাগাতার বিষোদগার। রাজ্যের নেতাদের দাবি মেনে নিয়েই কংগ্রেসের অত্যধিক আসন চেয়ে বসা। এই ধরনের নানা কারণে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট কার্যত বিশ বাঁও জলে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনের পরে কী সমীকরণ হবে, তা তখন দেখা যাবে।
এক সময় বাংলার দায়িত্বে থাকা এক শীর্ষস্তরের নেতার মতে, তৃণমূল যদি বাংলায় কংগ্রেসের সঙ্গে সম্মানজনক সমঝোতায় রাজি হয়, সেক্ষেত্রে অসমে সুস্মিতা দেবের কেন্দ্র শিলচর ও মেঘালয়েও একটি আসন ছাড়া যেতে পারে তৃণমূল কংগ্রেসকে। অসমের ক্ষেত্রে শিলচর কেন্দ্রে প্রথমে সন্তোষমোহন দেব ও পরে তাঁর কন্যা সুস্মিতার দীর্ঘদিন সাংসদ থাকার ইতিহাস এবং মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভোটপ্রাপ্তির কথা মাথায় রেখে দুই আসন বিশিষ্ট মেঘালয়ে একটি লোকসভা আসন ছাড়তে সমস্যা নেই কংগ্রেসের। তবে আম আদমি পার্টির আসনের দাবিকে গুরুত্বই দেওয়া হচ্ছে না।