তাপসী মালিকের ‘খুনি’ সিপিআইএম-এর সঙ্গে কোনও জোট নয়। শান্তিপুর স্টেডিয়াম মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সাফ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জোটে জল ঢেলে তৃণমূল নেত্রী এদিন বলেন, ‘বাংলা থেকেই দিল্লি দখল করব। ভোটের পর আঞ্চলিক দলগুলি মিলে সরকার করব। কিন্তু যে সিপিআইএম এত অত্যাচার করেছে তার সঙ্গে যাব না। সিঙ্গুরে ওরা তাপসী মালিকের মতো তফসিলি মেয়েকে পুড়িয়ে মেরেছিল’।
মমতা এদিন বলেন, ‘যে সিপিআইএম লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। নাপিত বয়কট করেছে। ঘর বয়কট করেছে। মুণ্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে। সিঙ্গুরে তফশিলি মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে। নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তার সাথে কখনও ঘর করতে রাজি নই। গুলি চালিয়েছিল। কত মানুষ মারা গিয়েছিল’!
পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে আরও বলেন, ‘নির্বাচনের বছরে আসবে, বসন্তের কুহু কুহু করে ডাকবে, তারপর আবার পালিয়ে যাবে। বাংলায় আমরা একা লড়ব। আমি জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। বাংলায় সিপিআইএম-কংগ্রেস জোট হয়েছে। সিপিআইএম-কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। আমি সিপিআইএম, কংগ্রেস, বিজেপি করি না, আমি মা-মাটি-মানুষ করি’। মালদার পর নদিয়ার শান্তিপুরের সভা থেকেও ফের একলা চলার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।