এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্য কলকাতায় বিশেষ মেট্রো চালাবে মেট্রো কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে সেই বিশেষ পরিষেবা বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার করে আটটি বিশেষ মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার সময় প্রতি শনিবার বাড়তি আটটি মেট্রো চালানো হবে। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় চারটি মেট্রো চলবে। আর পরীক্ষা দিয়ে যাতে পড়ুয়া ও অভিভাবকরা সহজেই বাড়ি ফিরতে পারেন, সেজন্য দুপুরে আরও চারটি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সকাল ৮ টা ২০ মিনিট থেকে সকাল ৯ টা পর্যন্ত চারটি বিশেষ মেট্রো চালানো হবে। দুটি আপ অভিমুখে চলবে। দুটি মেট্রো চলবে ডাউন অভিমুখে। অন্যদিকে, দুপুর ১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত আরও চারটি মেট্রো (দুটি আপ এবং দুটি ডাউন) চালানো হবে। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার সেই পরিষেবা মিলবে – ৩ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি। আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মূল সাতটি বিষয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে ১০ ফেব্রুয়ারি। তারপর ১২ ফেব্রুয়ারি হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তারইমধ্যে মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল, হাইমাদ্রাসার পরীক্ষা চলবে। এমনিতে মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা ডিভিশনে একাধিক লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের বাড়তি স্টপেজ দেওয়া হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকালের মতো একাধিক ট্রেন অতিরিক্ত কয়েকটি স্টেশনে দাঁড়াবে। সকালের দিকে এবং দুপুরের দিকে দেওয়া হবে ওই বাড়তি স্টপেজ।