কেন্দ্রে প্রথমবার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ২০২২ সালের মধ্যে দেশের সব পরিবারের মাথায় পাকা ছাদ থাকবে। কেউ কাঁচা বাড়িতে থাকবেন না। সেই লক্ষ্যে পৌঁছতে ডাহা ফেল করেছে সরকার। বৃহস্পতিবার অন্তর্বতী সাধারণ বাজেটে নতুন টার্গেটের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
গ্রামীণ আবাস যোজনা কেন্দ্রে ইউপিএ জমানাতেও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের কিছু পোশাকি পরিবর্তন করা হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে নতুন উদ্যমে আবাস যোজনা শুরু করার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে, ২০২২ সালের মধ্যে দেশের ৩ কোটি পরিবারের মাথায় পাকা ছাদ থাকবে।
এই ৩ কোটি সংখ্যাটি হাওয়ায় ভেসে আসেনি। ২০১১ সালে আর্থ সামাজিক জাতি সমীক্ষা করে জানা গেছিল দেশের ২.৯৫ কোটি পরিবারের মাথায় পাকা ছাদ নেই। তারই ভিত্তিতে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু ঘটনা হল, ২০২২ সালের মধ্যে সেই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারেনি মোদী সরকার। ২০২৩ সালের জানুয়ারি মাসে দেখা যায়, ৮৪ লক্ষ পরিবার তখনও প্রকল্পের সুবিধা পায়নি।