চলতি রঞ্জি ট্রফিতে স্বপ্নের ফর্মে রয়েছেন তরুণ ক্রিকেটার অগ্নি চোপড়া। গড়েছেন বিশ্বরেকর্ড। এখনও পর্যন্ত চারটি রনজি ট্রফির ম্যাচ খেলেছেন অগ্নি। চারটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এখন তাঁর সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। মেঘালয়ের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। উল্লেখ্য, বিশিষ্ট চলচ্চিত্রপরিচালক তথা প্রযোজক বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি। অগ্নির মা অনুপমা চোপড়া সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “প্রাউড মাদার”।
প্রসঙ্গত, যে পোস্টটি শেযার করেছেন অগ্নির মা অনুপমা চোপড়া, সেখানে লেখা রয়েছে, অগ্নি চোপড়া প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম চারটি ম্যাচেই সেঞ্চুরি করেছে।
অগ্নির পরিসংখ্যান দেওয়া হয়েছে। মিজোরামের হয়ে খেলতে নেমে সিকিমের বিরুদ্ধে ১৬৬ এবং ৯২ রান করেছিলেন দুইনিংসে। নাগাল্যান্ডের বিরুদ্ধে অগ্নি করেন ১৬৬ ও ১৫ রান। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ ও ১০ রান করেন তিনি। মেঘালয়ের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। প্রথম ইনিংসে ১০৫-এর পরে দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেন অগ্নি।