সামনেই দেশের লোকসভা নির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেট নিয়েই এবার সরব হলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, ‘এটি অত্যন্ত একটি সংক্ষিপ্ততম বাজেট। এদিন বাজেট নির্মলা সীতারামন অস্পষ্ট ভাষায় পেশ করেছেন।
যথারীতি এই বাজেট পেশে ছিল আত্মবিশ্বাসী ভাষণ, বাস্তবায়নের বিষয়ে খুব কম কংক্রিট। দেশীয় বিনিয়োগ যে উল্লেখযোগ্যভাবে কমেছে তা স্বীকার না করেই তিনি বিদেশি বিনিয়োগের কথা বলেছেন।‘ সবমিলিয়ে নির্মলার বাজেট বক্তৃতাকে অত্যন্ত হতাশাজনক বলে অভিহিত করেছেন শশী। এই বাজেট অর্থনীতির সমস্যাগুলি সমাধান করতে পারবে না বলে দাবি তাঁর।