জাতিহিংসার আগুনে এখনও উত্তপ্ত বিজেপিশাসিত মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে ফের ঘটল প্রাণহানির ঘটনা। জাতিগত সংঘর্ষে একাধিক মানুষ গুলিবিদ্ধ ও আহত হলেন। সরকারি সূত্রে দু’জনের মৃত্যুর খবর মিলেছে। তবে বেসরকারি সূত্রে নিহত আরও বেশি। নতুন করে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। মণিপুরের ইম্ফল পশ্চিম এবং কাংপোকপি জেলার পেরিফেরি এলাকায় সংঘর্ষ ঘটে। গ্রাম পাহারাদারদের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলিবৃষ্টি চলে পশ্চিম ইম্ফল সীমান্ত লাগোয়া লামশাং এলাকার কদংবন্দ গ্রামে। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই গ্রামরক্ষী। আরও তিনজন জখম হয়েছেন।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে নংথোম্বাম মাইকেল (৩৩) এবং মেইসনাম খাবা (২৩) নামের দুই যুবকের। জঙ্গিরা হামলা চালানোর পর পালটা ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা জবাব দেয়। বেশ কিছুক্ষণ দুই পক্ষের গুলির লড়াই চলে। গোলাগুলি ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রাণ বাঁচাতে কাদংবন্দ এবং পার্শ্ববর্তী কাউতরুক গ্রাম থেকে পালিয়ে গিয়েছে নারী ও শিশুসহ বেশ কিছু পরিবার। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে উক্ত অঞ্চলে।