মোদীর আমলে বারবারই প্রশ্নের মুখে পড়েছে দেশের নারীসুরক্ষা ও স্বাধীনতা। এবার ফের ফুটে উঠল সেই উদ্বেগজনক চিত্র। মহিলাদের সুরক্ষা কার্যত শিকেয় উঠেছে দেশের রাজধানীতে। আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লী পুলিশ। দিল্লীর শাকুর বস্তি এলাকায় রেলওয়ে ইয়ার্ডের কাছে এক মহিলার বিকৃত মৃতদেহ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, উক্ত মৃতদেহের গলা কেটে ফেলা হয়েছে এবং যৌনাঙ্গ সহ শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে একটি রক্তমাখা ভাঙা ছুরি এবং একটি শেভিং ব্লেডও পাওয়া গেছে, বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে দিল্লি পুলিশ জানিয়েছে, বন্ধুত্ব এবং পরবর্তীকালে ঈর্ষা থেকেই খুন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পান্ডব নামে ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে একাধিক মহলে।