গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোঁড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। মাঝে যুদ্ধবিরতি চললেও ফের নতুন করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। হাসপাতাল, ত্রাণ সংস্থা, স্কুল, ত্রাণ শিবির— কোনও কিছুকেই ছাড়ছে না ইজরায়েলের বাহিনী। এবার ডাক্তার ও চিকিৎসা কর্মীর ছদ্মবেশে ওয়েস্টব্যাঙ্কের জেনিনের একটি হাসপাতালে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। যার ফলে নিহত হলেন ৩ জন।
প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার জেনিনের ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়ে ইজারায়েলি বাহিনী। ওয়ার্ডে ঢুকে তারা নির্বিচার গুলি চালাতে থাকে। একেবারে টার্গেট করে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, নিহতদের একজনের মাসখানেক আগে ইজরায়েলি হামলায় আহত হন। তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ইজরায়েলি সেনা যখন ওই তিনজনকে লক্ষ্য করে গুলি চালায় তখন তারা হাসপাতালের বিছানায় ঘুমাচ্ছিলেন। নিহত ওই ৩ জনের নাম মহমম্দ জালামনে, মহম্মদ বাসেল ও মহম্মদ গাজায়ি। শেষ দুজন সম্পর্কে ভাই। এদিকে, ইজরায়েলের দাবি, নিহত ওই ৩ জন ফিলিস্তিনি জঙ্গি। তারা হাসপাতালে লুকিয়ে ছিল। ইবনে সিনা হালপাতালকে তারা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।
