দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। মঙ্গলবার সুপার সিক্সের ম্যাচে জিতে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডকে ২১৪ রানে হারালেন উদয় সাহারানেরা। প্রথম ব্যাট করে ভারত করে ৮ উইকেটে ২৯৫ রান। জবাবে নিউ জিল্যান্ড করল ৮১ রান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবার শতরান করলেন মুশির খান। প্রতিযোগিতায় দ্বিতীয় শতরান করে নজির গড়লেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মুশিরের ব্যাট থেকে এল ১২৬ বলে ১৩১ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে মুম্বইয়ের ব্যাটার মারলেন ১৩টি চার এবং ৩টি ছক্কা। ভারতের হয়ে ভাল রান করলেন ওপেনার আদর্শ সিংহও। তিনি ৬টি চারের সাহায্যে ৫৮ বলে ৫২ রান করেন। অধিনায়ক উদয়ের ব্যাট থেকে এল ৫৭ বলে ৩৪ রানের ইনিংস। ভারতের অন্য ব্যাটারেরা উল্লেখযোগ্য রান না পেলেও মুশিরের দায়িত্বশীল ইনিংস লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। কিউয়ি বোলারদের মধ্যে সফলতম ম্যাসন ক্লার্ক ৬২ রান খরচ করে ৪ উইকেট পেয়েছেন।
এরপর জয়ের জন্য ২৯৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউ জিল্যান্ড। গত বারের চ্যাম্পিয়নদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারলেন না নিউ জিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের প্রথম সারির কোনও ব্যাটারই। কিউয়িদের পক্ষে সর্বোচ্চ রান অধিনায়ক অস্কার জ্যাকসনের ১৯। এ ছাড়া জ্যাক কামিং ১৬, অ্যালেক্স থম্পসন ১২ এবং ওপেনার জেমস নেলসন ১০ রান করেন। আর কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ৩৯ রানেই ৫ উইকেট হারায় তারা। ২৮.১ ওভারেই শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। ভারতের সফলতম বোলার সৌমি পান্ডে। তিনি ১৯ রানে ৪ উইকেট নিলেন। ১০ রানে ২ উইকেট ম্যাচের সেরা মুশিরের। ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রাজ লিম্বানি। ১টি করে উইকেট পেয়েছেন নমন তিওয়ারি এবং অর্শিন কুলকার্নি। আগামী শুক্রবার নেপালের বিরুদ্ধে নামবে ভারত।