একে তো বয়স ৭৭ বছর। তার ওপর আবার এই মুহূর্তে শারীরিকভাবে যথেষ্ট সুস্থ নন তিনি। আর তাই আসন্ন লোকসভা নির্বাচনে আর লড়াই করবেন না সোনিয়া গান্ধী। এমনটাই খবর কংগ্রেস সূত্রে। উত্তরপ্রদেশে তাঁর রায়বেরলি কেন্দ্র থেকে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকেই প্রার্থী করার ভাবনাচিন্তা করছে দল।
দলীয় সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই সোনিয়াকে রাজ্যসভার সদস্য করা হতে পারে। কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং তেলেঙ্গানা, কংগ্রেসের হাতে থাকা এই তিন রাজ্যের একটি থেকে সোনিয়াকে রাজ্যসভায় পাঠানো হতে পারে, যাতে তিনি কংগ্রেসের সংসদীয় দলের নেতৃত্বে থাকতে পারেন।
অন্যদিকে, কংগ্রেস সূত্রের খবর, দলের প্রাথমিক আলোচনায় স্থির হয়েছে সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের সব প্রথমসারির নেতাই লোকসভা ভোটে লড়াই করবেন। রাহুল গান্ধী চান সব নেতাই লড়াইয়ের ময়দানে থাকুন। সে ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীকেও প্রার্থী করা হতে পারে। তবে হিমাচল প্রদেশের কংগ্রেস প্রধান প্রতিমা সিংহ মঙ্গলবার বলেন, তাঁরা চান সোনিয়া কিংবা প্রিয়াঙ্কাকে তাঁদের রাজ্য থেকে রাজ্যসভায় পাঠাতে।