আজ ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী। এদিন জাতির জনককে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, বিজেপি যেভাবে লাগাতার গান্ধীজির নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে চলেছে, তা নিয়েও হতাশা ও আশঙ্কা প্রকাশ করলেন তিনি।
এদিন এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় বিজেপির সমালোচনা করে তাদের মুখোশ খুলে দিয়েছেন অভিষেক। লিখেছেন, ‘বিজেপি আসলে মহাত্মা গান্ধিকে প্রতীক সর্বস্বে পরিণত করেছে। কিন্তু, আমাদের এই মহান দেশকে নিয়ে গান্ধীজির যে দর্শন ও আদর্শ ছিল, তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।’
তিনি স্পষ্ট জানান, ‘গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে, আমি বঞ্চিতদের অধিকার রক্ষার মহৎ সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার করছি।’ তাঁর মতে, ‘নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। গান্ধীজির শিক্ষা আমাকে জীবনের প্রতিটি বাঁকে অনুপ্রাণিত করে চলেছে।’