কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের বড়দিনের সময় তিনি ঘোষণা করেছিলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) আরও ৪ শতাংশ বাড়তি হারে দেওয়া হবে। ওই মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেয়েছেন। আর এদিন অর্থাৎ মঙ্গলবার সকালেই তাঁরা পেয়ে গেলেন আরও বাড়তি ৪ শতাংশ ডিএ। সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তির হার দাঁড়ালো ১০ শতাংশ। এদিন সকালেই রাজ্যের সরকারি কর্মচারীদের নয়া ডিএ সহ মাইনে ঢুকে গিয়েছে বলেই জানা গিয়েছে।
গত ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেন। নতুন হারে ডিএ সহ বাড়তি অঙ্কের বেতন অ্যাকাউন্টে ঢোকায় স্বাভাবিক ভাবেই এখন খুশি রাজ্যের সরকারি কর্মচারীরা। গত ডিসেম্বর মাস পর্যন্তও ৬ শতাংশ হারে ডিএ পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এ মাস থেকে শুরু হল ১০ শতাংশ হারে ডিএ প্রাপ্তি। সাধারণত প্রতি মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যেই সেই মাসের মাইনে কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। গত ২৯শে ডিসেম্বরের পর এদিন ৩০শে জানুয়ারি মাইনে পেলেন তাঁরা। এ মাস থেকে যে যার বেসিক স্যালারির ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।