বাংলার চাকরিপ্রার্থীদের জন্য ফের সুসংবাদ আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফের কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। প্রকাশিত হল নতুন বিজ্ঞপ্তি। আবেদন করতে পারবেন রাজ্যের যেকোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা। নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে।
উল্লেখ্য, এই পদে মোট ২২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার জন্য আবেদকারীর বয়স কি থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তা অবশ্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত নেই। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে https://psc.wb.gov.in এই ওয়েবসাইটে আগামী ২৭শে ফেব্রুয়ারির মধ্যে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করতে পারেন আগ্রহীরা।
