চোপড়ায় রোড শো শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘বাংলার নিজের মেয়ে’কে দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল বহু মানুষ। তাঁদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীও।
মঙ্গলবার দিনভর দুই দিনাজপুরে ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর। বালুরঘাটে রয়েছে প্রশাসনিক সভা। এর মধ্যে চোপড়া, রায়গঞ্জ ও ইসলামপুরে রোড শো করবেন তিনি। উদ্দেশ্যে, আমজনতার কাছে পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ শুনে নেওয়া। জনসংযোগ সাড়া। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক কর্মসূচিতে চোপড়ার পদযাত্রার উল্লেখ ছিল না। হঠাৎই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রোড শো করার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ পদযাত্রা করেন তিনি। রাস্তার ধারে থাকা শিশুদের কোলে তুলে আদরও করেন মমতা।
মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন আবাল-বৃদ্ধ-বণিতা। তাঁদের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। তাঁদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস রাজনৈতিকভাবে অত্যন্ত তাফপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের কথায় মমতাকে ঘিরে সংখ্যালঘু জনতার এই উচ্ছ্বাস আরও একবার বুঝিয়ে দিল তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে মুখ্যমন্ত্রীর উপরই। উল্লেখ্য, এই পথেই ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী।