দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ভোট ঘিরে তৎপর যুযুধান রাজনৈতিক শিবির। শাসক-বিরোধী দুই পক্ষেরই টার্গেট উত্তরবঙ্গ। দুই দিনাজপুর জুড়ে আজ একাধিক কর্মসূচী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’দিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় আসেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সেই চোপড়াতেই জনসংযোগ যাত্রা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জে আমি আজ মিছিল করেছি। এরপর রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করছি। আমি লড়ব, আমি গড়ব। আমি মানুষের জন্য রক্ত দেব। আমি পালাব না। এই উত্তরবঙ্গ আগে বঞ্চিত ছিল। এখানে কেউ আসত না। আমরা এখানে কাজ করেছি। আজ শুধু উত্তর দিনাজপুর জেলাতেই প্রায় ৪০০ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করছি। একাধিক প্রকল্প যা আজ শিলান্যাস হল, তা আগামীদিনে হয়ে যাবে। এই মিটিং থেকে দুই লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা ৭৫ ভাগ কাজ করি। আর ওরা জল দিই বলে প্রচার সারছে। ঘরে ঘরে ওরা গ্যাসের দাম বাড়ায়। আর অত্যাচার করে।’
‘বিজেপি সরকারে এসে একাধিক রাজ্যে ডিম, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আপনারা কি খাবেন, কি পড়বেন তা ঠিক করে দিচ্ছে। আমাদের রাজ্যে তা হয় না। এবারও দেখবেন ভোট অন অ্যাকাউন্টে মিথ্যা কথা বলবে। শুধু বলবে এটা দেব, ওটা দেব। আর ভোট মিটলেই পালিয়ে যাবে। এবার ওরা ক্ষমতায় আসবে না।