সমস্ত জল্পনাকে সত্যি করেই বিহারে ‘মহাগঠবন্ধন’ ছেড়ে ফের এনডিএ-তে যোগ দিয়েছেন নীতীশ কুমার। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন করে সরকার গড়ে মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি৷ আর রবিবার মুখ্যমন্ত্রী হিসাবে পঞ্চম ডিগবাজির পরই তাঁর গায়ে লেগেছে পাল্টু চাচা ও পাল্টুপুত্র তকমা। পাটনার আদি নাম পাটলিপুত্রের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি পাল্টুপুত্র কথাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে।
রবিবার সকালে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিকালে ফের শপথ নেন জেডিইউ সুপ্রিমো। পদত্যাগ করার আগে ছিলেন আরজেডি-কংগ্রেস-বাম জোটের মুখ্যমন্ত্রী। শপথ নিয়ে হন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের মুখ্যমন্ত্রী। রাজনীতিতে দলবদল গা সওয়া হয়ে গেলেও নীতীশের ধারে কাছে নেই কোন নেতা। এমনকী ঘন ঘন দলবদলুদের সম্পর্কে চালু ‘আয়ারাম-গয়ারাম’ উপমার চরিত্র হরিয়ানার নির্দল বিধায়ক গয়ালালের রেকর্ড ভেঙে অনেক দূর এগিয়ে গিয়েছেন তিনি। যার ফলস্বরূপ নীতীশ নামকে প্রতারক, প্রতারণার সমার্থক হিসাবেও ফেসবুক, এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘হি নীতীশড মি।’ সঙ্গে মন্তব্য, এই কথাটির অর্থ হল সে আমার সঙ্গে প্রতারণা করেছে।
