এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার শিলিগুড়ির ফুলবাড়িতে কর্মসূচি রয়েছে তাঁর। আর সেই সভার প্রস্তুতি দেখে ফেরার সময় হামলা চালানো হয়েছে বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে। অভিযোগ, বাড়ি ফেরার সময় সন্ন্যাসীকাঁটা নামে একটি এলাকার চা বাগান এলাকায় তাঁর গাড়ির ওপর ঢিল ছোঁড়া হয়। যার ফলে বিধায়কের গাড়ির কাচ ভেঙে যায়।
এদিকে, তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় বিরোধীদের দিকে তোপ দেগেছেন খগেশ্বরবাবু। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘সাড়ে ৪টা নাগাদ ফুলবাড়ি-২ যাই বৈঠক করতে। সেখান থেকে সন্ন্যাসীকাঁটা হয়ে ৭টা ২০ নাগাদ বেরোই। কুণ্ডুবাগানে আমার গাড়ির উপর হামলা হয়। আমি সামনের আসনে ছিলাম। আমার উপর হামলাই লক্ষ্য ছিল। বিজেপি ও কংগ্রেস যৌথভাবে এটা করেছে বলেই আমার মনে হয়।’
তৃণমূল বিধায়ক জানান, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছবেন। তিনি ৭ হাজার লোককে সেখানে জমির পাট্টা দেবেন। সেই গোটা পর্বের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন খগেশ্বর রায়। তাঁর অভিযোগ তাঁর গাড়িতে হামলার নেপথ্যে কংগ্রেস ও বিজেপি রয়েছে। তবে এই হামলায় তিনি আহত হননি। দেখা গিয়েছে, তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ওই হামলার জেরে।