সমস্ত জল্পনা সত্যি করে শিবির বদলে আবারও এনডিএ-তে ভিড়েছেন নীতীশ কুমার। আর এবার তাঁর ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন বিজেপির দুই নেতা– সম্রাট চৌধরী এবং বিজয় শর্মা। বিজয় শর্মা এর আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। আর সম্রাট চৌধরী হলেন রাজ্য বিজেপির সভাপতি। সবথেকে বেশি আলোচনা হচ্ছে সম্রাট চৌধরি নীতীশের উপমুখ্যমন্ত্রী হওয়াতেই। কারণ, এই নেতা দুদিন আগে পর্যন্ত খোলাখুল নীতীশের বিরোধিতা করতেন। এমনকি, তিনি মাথায় সবসময় পাগড়ি পরে ঘোরেন। তাঁর শপথ ছিল, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তবেই পাগড়ি খুলবেন। সেই তাঁকেই এখন নীতীশের আওতায় কাজ করতে হবে।
প্রসঙ্গত, সম্রাট চৌধুরী ওরফে রাকেশ কুমার বিজেপির বিধান পরিষদের দলনেতা। গত বছর তাঁকে বিহার বিজেপির প্রধানের দায়িত্ব দেন অমিত শাহ। যদিও সমতা পার্টির সদস্য হিসেবেই খাগরিয়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সম্রাট। পরে আরজডি দলে যোগ দিয়েছিলেন। রাবড়ি দেবীর নেতৃত্বাধীন আরজেডি সরকারে মন্ত্রী পদেও ছিলেন তিনি। ২০১৪ সাল পর্যন্ত তিনি আরজেডিতেই ছিলেন। পরে তিনি দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেন এবং জিতেন রাম মাঝির নেতৃত্বে জেডিইউ সরকারে যোগ দেন। বর্তমানে তিনি বিজেপি সদস্য। তিনি সবসময়ই মাথায় পাগড়ি পরেন। এই বিষয়ে একবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলেই তাঁর মাথা থেকে পাগড়িও খুলে যাবে।