এর আগে শনিবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মারফত বলেছিলেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর প্রায় সমস্ত নির্দেশেই কোনও না কোনও ভাবে আমার নাম টেনে আনেন। আমার বক্তব্যও শোনা হোক।’ সেসময় আদালত জানিয়েছিল, আগামী সোমবার যখন শুনানি হবে তখন যা বলার বলতে পারবেন অভিষেকের আইনজীবী। সেই মতই আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য জানান। সংবাদমাধ্যমে নানা মন্তব্য করছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সিঙ্ঘভির মারফত সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছেন তিনি।
শুধু তাই নয়। আইনজীবী মারফত ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভিডিয়ো দেখাতে চেয়েছেন আদালতে। তবে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত তা দেখানো হয়নি। মামলার সব পক্ষকে হলফনামা দিয়ে লিখিত আকারে বক্তব্য জানাতে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সোমবার আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বক্তব্য জানান। তিনি বলেন, ‘প্রায় দিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই ধরনের মন্তব্য করছেন। এর আগেও তিনি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। আবার সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন। আমার কাছে তার ভিডিয়ো রয়েছে, দেখুন।’