উত্তরবঙ্গ সফরে কোচবিহারে পৌঁছেই জনসংযোগে সোচ্চার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষের পাশাপাশি তৃণমূল সরকারের একের পর এক উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে সরব ছিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার কোচবিহার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে জনসংযোগ সারতে সারতে কোচবিহার রাসমেলা ময়দানে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গ পুলিশের কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘দণ্ডবৎ করে বলছি। রাজবংশী স্কুল অনেক ছিল । তারা রাজ্যের মাইনে পেত না। আজ থেকে ২০০ স্কুলকে সরকারি স্বীকৃতি দিলাম। ওনারা সরকারি মাইনে ও সুবিধা পাবেন। আমি ভাঙি না। আমি গড়ি। আমি নারায়ণী ব্যাটেলিয়ন করে দিয়েছি। এর হেডকোয়ার্টার হচ্ছে মেখলীগঞ্জে। বিএসএফের অত্যাচারে মানুষ অত্যচারিত। ওরা সীমান্ত এলাকায় আলাদা পরিচয় পত্র দিতে চাইছে। ওই পরিচয় পত্র নিলে এন আর সি’তে পড়ে যাবেন। বলবেন আপনার আধার, রেশন কার্ড আছে। বিপদে পড়লে আমি আছি। আমি বাঘের বাচ্চার মতো আছি’।