বিএসএফ সীমান্ত এলাকায় আলাদা করে পরিচয়পত্র দিতে চাইছে! কোচবিহারে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই পরিচয়পত্র নিলে এনআরসির আওতায় পড়ে যাবেন বলেও সতর্ক করলেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানের গুলিতে চারজনের প্রাণ যায়। সেই ঘটনার কথা উল্লেখ করে মমতা বলেন, “ভুলে যাননি তো চারটি ছেলেকে গুলি করে বিএসএফ খুন করে দিয়েছিল। কোচবিহারে ওদের অত্যাচারের কথা জানি। আমি জেলাশাসক, জেলার পুলিশ সুপার, মুখ্যসচিবকে বলব খেয়াল রাখতে। যখন তখন যাকে তাকে গুলি করে দেয়। গ্রামেগঞ্জে ঢুকে অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়।
এদিন আরও একবার সিএএ, এনআরসির প্রতিবাদে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে নাগরিকত্বের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ভোট এগিয়ে আসতেই ক্যা ক্যা শুরু করেছে। সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না। এনআরসি হবে না। সবাই নাগরিক। তাই সবাই ভোট দিতে পারেন। নাগরিক না হলে ভোটাধিকার থাকত না’। রাজনীতি করতেই ভোটের আগে সিএএ ইস্যুকে হাতিয়ার করা হচ্ছে বলেই দাবি মমতার।