লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গের একাধিক জেলাকে পাখির চোখ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের হাতে তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী। তবে এবার নজরে উত্তরবঙ্গের জেলা কোচবিহার।
এদিন উত্তরবঙ্গ সফর শুরুই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার দিয়ে। কোচবিহারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ”আমি ভোটের সময় বাইরে থেকে খাবার এনে, তফশিলি বাড়িতে বসে খাওয়ার নাটক করি না। আমার বাড়িতে দুজন তফশিলি মেয়ে আছে।
বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর সংযোজন, ওরা একশ দিনের কাজের টাকা দেয়নি। আমি কাজ করিয়েছি রাজ্য সরকারের তরফে। আমি এক তারিখ অবধি অপেক্ষা করব। মানুষ কাজ করে টাকা পাবে না। আর তুমি অট্টালিকায় থাকবে তা হবে না। ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত যারা, তাদের নিয়ে আমি আলাদা মিটিং করব।
২০২১ সালে বিধানসভা ভোটের সময় শীতলকুচির ঘটনা নিয়েও তিনি বলেন, ”শীতলকুচির খুনি কী করে জামিন পায়? আমার এতে তীব্র আপত্তি আছে। আমি আদালতের ব্যাপারে কিছু বলছি না। কিন্তু আমার জাজমেন্ট নিয়ে আপত্তি আছে।