২ দিনের বিরতির পর রবিবার থেকে ফের বাংলায় শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর জলপাইগুড়িতে এই যাত্রা চলার সময় একটি বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বলে এক ব্যক্তি পোস্টার দেখালেন খোদ রাহুল গান্ধীকে।
গতকাল দুপুর ৩টের কিছু পর থেকেই জলপাইগুড়ি থেকে এই ন্যায় যাত্রা শুরু হয়েছে। বাংলায় ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার জন্য নেত্রীকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আমন্ত্রণ জানান হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। যদিও তিনি যাত্রায় অংশ নেবেন না এটা পরিষ্কার।
আসলে জোটের জট এখনও কাটেনি। কংগ্রেস তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে নরম সুর নিয়েছে। তাঁরা এখনও ইতিবাচক বাংলায় আসন নিয়ে। রবিবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করা হয়েছে কংগ্রেসের তরফে।