রবিবার সকালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ। বিকেলে বিজেপির সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। এই পরিপ্রেক্ষিতে বিহারে পুনর্গঠিত এনডিএর ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দাবি করলেন, বিহারে আগামী বিধানসভা পর্যন্ত টিকবে না নীতীশ-বিজেপি জোট! কেন তিনি এ কথা বলছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন।
পিকে-র দাবি, ২০২৫ সালে বিহার বিধানসভার ভোট পর্যন্তও টিকবে না নয়া জোট। এর অর্থ হল, বছরখানেকেরও কম সময় স্থায়ী হবে বিজেপি-জেডিইউ জোট। তিনি বলেন, ‘এখন যে জোট রয়েছে, যেখানে নীতীশ কুমার বিজেপির সমর্থনে এন়ডিএর মুখ হয়ে উঠেছেন, তা বিহার বিধানসভা ভোট পর্যন্তও টিকবে না। লোকসভা ভোট শেষ হওয়ার ছ’মাসের মধ্যে এটা হয়ে যাবে। আমি এ কথা লিখে দিতে পারি।’
প্রশান্ত বলেন, ‘নতুন করে নীতীশ বিজেপির হাত ধরেছেন। এর একমাত্র কারণ, তিনি বুঝতে পারছিলেন, মহাগঠবন্ধনে থেকে লোকসভা ভোটে একটি আসনও জিততে পারবেন না। তাই এনডিএতে ঢুকে মোদী, বিজেপির নামে যদি কিছু আসন জেতা যায়। সেটা হয়তো হবে-ও। কিন্তু একটা কথা আমি আজ বলে দিচ্ছি, ২০২৫ সালে বিহারের বিধানসভা ভোটে এই নতুন জোটের সবচেয়ে বড় মূল্য চোকাতে হবে বিজেপিকে। লিখে নিন। ফল বেরনোর পর মিলিয়ে নেবেন।’
তবে, শুধু নীতীশই নয়, ডিগবাজিতে ওস্তাদ হিসাবে বিহারের সমস্ত রাজনৈতিক দলকেই বিঁধেছেন পিকে। তিনি বলেন, ‘‘নীতীশ কুমার যে ডিগবাজি খেতে ওস্তাদ তা বিহারের মানুষের জানতে বাকি নেই। কিন্তু আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু নীতীশই নয়, মোদী, অমিত শাহ এবং বিজেপিও অনায়াসে ডিগবাজি খেতে পারেন। এমনকি যে আরজেডি আজ সকাল (রবিবার) পর্যন্ত নীতীশকে বিহারের জন্য সেরা লোক বলে দাবি করছিল, তারাই সূর্য ডোবার আগে সেই নীতীশকে ‘কুশাসন বাবু’ নামে ডাকা শুরু করবে। বিহারের মানুষ কিছুই বুঝতে পারছেন না, যদি এটা ভেবে থাকেন, তাহলে বড় ভুল করবেন।’