ভোট এগিয়ে আসতেই ক্যা ক্যা শুরু করেছে বিজেপি! এবার কোচবিহারের সরকারি অনুষ্ঠান থেকে ফের সিএএ নিয়ে মুখ খুলে গেরুয়া শিবিরকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না। সবাই নাগরিক। নাহলে কেউ ভোট দিতে পারতেন না।’
প্রসঙ্গত, সেই প্রথম থেকেই সিএএ’র বিরোধিতা করে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মাঝে গতকাল অর্থাৎ রবিবারই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যে লাগু হবে সিএএ। আর এরপরেই বিজেপিকে একহাত নিলেন মমতা। লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট টানতেই সিএএ-কে হাতিয়ার করার চেষ্টা করছে বিজেপি। সোমবার কোচবিহারের সরকারি অনুষ্ঠান থেকে এমনই দাবি করলেন তিনি।
এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘ভোট এগিয়ে আসতেই ক্যা ক্যা শুরু করেছে। সিএএ নিয়ে লাফালাফি করলে হবে না। এনআরসি হবে না।’ তিনি এদিন আবারও এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘সবাই নাগরিক। তাই সবাই ভোট দিতে পারেন। নাগরিক না হলে ভোটাধিকার থাকত না।’ রাজনীতি করতেই ভোটের আগে সিএএ ইস্যুতে তোলা হচ্ছে বলেই দাবি মমতার।