সদ্যই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। এবার তাকে কড়া ভাষায় কটাক্ষ করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, রাজনীতিতে গিরগিটিদের মতো বড় নেতা নীতীশ কুমার। “নীতীশজি ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ডেকেছিলেন। পরের দুটি বৈঠকেও ছিলেন। এবার উনি যেটা করলেন সেটা অপ্রত্যাশিত। বিজেপির নাটকে সামিল হয়ে গেলেন নীতীশ কুমার”, স্পষ্ট জানিয়েছেন তিনি।
পাশাপাশি রমেশের বক্তব্য, “রঙ বদলে গিরগিটিকে কড়া টক্কর দিচ্ছেন নীতীশ কুমার। বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতা মেনে নেবে না। ইন্ডিয়া জোটের অন্যতম রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে কোনও দ্বিধা নেই। কারণ এই জোট তৈরির সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।” এখান থেকেই জোটের জন্য বার্তা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও আরএসএস বিরোধী। তিনি জোটের সঙ্গে আছেন। নির্বাচনের আগে আলোচনা হবে, মতামত থাকবে। কিন্তু তাঁরা সবাই লড়াই করছেন বিজেপির বিরুদ্ধেই।”
প্রবীণ কংগ্রেস নেতা মনে করেন, বিহারের ঘটনায় স্পষ্ট যে নরেন্দ্র মোদী এবং বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রা দেখে ভয় পেয়েছে। “মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থাকার অন্যতম কারণ এবং আমাদের উদ্দেশ্য এক। স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তবে কিছু ছোট ঘটনা ঘটেছে। সেগুলি সবই মিটে যাবে দেশের বৃহত্তর স্বার্থের জন্য। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আগামীকাল বিহারে পৌঁছবে। তাতে আতঙ্কিত নীতিশ কুমার–সহ মোদী, অমিত শাহ এখন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতেই নীতীশ কুমারকে দিয়ে এই ম্যাজিক দেখালেন”, জানান তিনি।