এর আগে একাধিক বার বেনজিরভাবে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে প্রকাশ্যে সরব হতে দেখা গেছে তাঁকে। কর্মী-সমর্থকদের একাংশের প্রতি হওয়া ‘বঞ্চনা’ নিয়ে মন্তব্য করেও দলের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। এবার ফের বিস্ফোরক বিজেপির ‘বিক্ষুব্ধ’ নেতা অনুপম হাজরা।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দলের কেউ কেউ ভোটে দাঁড়ান পার্টি ফান্ডকে নিজের ফিক্সড ডিপোজিট করতে। ওরা বছরের পর বছর ভোটে দাঁড়ায়, আবার হেরেও যায়। বুথ কর্মীরা মার খেয়েও নিজেদের প্রাপ্য পায়না। বুথ কর্মীদেরও তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় না। ভোটে লড়ার জন্য পার্টি যে ফান্ড দেয় তা দলীয় কাজে ব্যবহার না করে গোটাটাই পকেটে ভোরে সারা বছর সেই টাকায় চলে ওই সমস্ত নেতাদের।’ নাম না করে বিজেপি নেতৃত্বকেই নিশানা করে ফের একের পর এক দলের নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন অনুপম হাজরা।
