এবার এনডিএ শাসিত মহারাষ্ট্রের ভান্ডারায় আচমকাই বিস্ফোরণ ‘ভারতীয় অর্ডন্যান্স বোর্ড’-এর গোলাবারুদের কারখানায়। শনিবার সকালের এই দুর্ঘটনায় কারখানার এক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় অর্ডন্যান্স বোর্ডের ওই কারখানায় ভারতীয় সেনা এবং অন্যান্য সরকারি বাহিনীর জন্য গোলাবারুদ উৎপাদন করা হয়। অর্ডন্যান্স বোর্ড সূত্রে জানা গিয়েছে, গোলাবারুদ সাময়িক ভাবে মজুত রাখার জায়গায় সকাল ৮টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে। তাতে অবিনাশ মেশরাম (৫২) নামে এক কর্মীর মৃত্যু হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিস্ফোরণের সময় সকালের শিফ্টের কর্মী অবিনাশ একাই দুর্ঘটনাস্থলে ছিলেন। কী কারণে এই বিস্ফোরণ, সে বিষয়ে ভান্ডারায় কারখানা কর্তৃপক্ষ কিছু জানাননি। তবে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
