শীঘ্রই এনডিএ-তে ফিরতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত কয়েকদিন ধরেই এই জল্পনা জাতীয় রাজনীতিতে। শোনা যাচ্ছে, রবিবারের মধ্যেই বিজেপিকে সঙ্গে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করবেন জেডিইউ প্রধান! এরই মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানালেন, ইন্ডিয়া জোটের সকলকে একজোট করার জন্য সর্বসম্মতভাবে চেষ্টা করা হচ্ছে। জনতা দল ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা যাবে, এমন কোনও তথ্য জানা নেই।
শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, ‘কংগ্রেস ইন্ডিয়া জোটের সদস্যদের ঐক্যবদ্ধ রাখার জন্য সবরকমের চেষ্টা করছে।’ তিনি জানান, বিহারের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, ফোনেও কথা বলার চেষ্টা করেছেন, কিন্ত নীতীশ কুমার ব্যস্ত। তাঁর কথায়, ‘জেডিইউ ইন্ডিয়া জোট ছেড়ে দিচ্ছে, এমন কোনও তথ্য জানা নেই আমার। আমি জানি না ওদের মাথায় কী চলছে। আমি আগামিকাল দিল্লিতে যাব, তারপরই সব তথ্য জানতে পারব। দেখা যাক কী হয়।’
