দিল্লিতে তাঁর সরকারকে ফেলতে ‘ঘোড়া কেনাবেচা’র চেষ্টা শুরু করেছে বিজেপি। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি(আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘বিজেপি আম আদমি পার্টির সাতজন বিধায়ককে কিনে নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেক বিধায়ককে ২৫ কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছে।’
টেলিফোনে আপ বিধায়কদের বিজেপির তরফে দেওয়া ঘুষের প্রস্তাব ‘রেকর্ড’ করা হয়েছে বলেও দাবি করেছেন আপ প্রধান। এর আগে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে বিরোধীদের পরিচালিত সরকার ভাঙা নিয়ে বিজেপিকে দুষেছেন তিনি। সেই সঙ্গে আপ প্রধানের প্রশ্ন, রাজ্য রাজ্যে ‘অপারেশন লোটাস’-এর জন্য বিপুল পরিমাণ টাকা কোথা থেকে পাচ্ছে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল?
এদিন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট করেন কেজরি। পোস্টে তিনি লেখেন, ‘বিজেপি আমাদের সাতজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁদের বলেছে, আমরা কয়েকদিনের মধ্যেই কেজরিওয়ালকে গ্রেফতার করব। এরপরে আমরা বিধায়কদের ভাঙাব। ২১ জন বিধায়কের সঙ্গে কথা হয়েছে। বাকিদের সঙ্গেও কথা হচ্ছে। আমরা দিল্লিতে সরকার ফেলে দেব। আপনারাও আসতে পারেন। ২৫ কোটি টাকা দেওয়া হবে। বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করার সুযোগও দেওয়া হবে।’
২১ জন বিধায়কের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছে বলে কেজরিওয়াল দাবি করলেও, তিনি জোর দিয়ে বলেন যে সাতজন বিধায়ককে ২৫ কোটির বিনিময়ে দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সকলেই সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘এর অর্থ হল আমায় আবগারি দুর্নীতিতে গ্রেফতার করা হবে না, দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দেওয়ার জন্য় চক্রান্ত করা হচ্ছে। বিগত নয় বছরে ওরা একাধিক চক্রান্ত করেছে আমাদের সরকারকে ভেঙে ফেলার জন্য। কিন্তু কোনওবারই ওরা সাফল্য পায়নি। ঈশ্বর ও সাধারণ মানুষের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে, আমাদের সমস্ত সাংসদরা একজোট রয়েছে। এবারও বিজেপির ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ হবে।’