যোগীরাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা এই মুহূর্তে সঙ্কটে। ধর্মপ্রাণ রাজ্যে প্রতিদিন বেড়ে চলেছে অপরাধের মাত্রা। উত্তরপ্রদেশের মিরাট জেলায় একদল দুষ্কৃতী এক টেক্সটাইল ব্যবসায়ীকে হুমকি দিয়ে তার কাছে ৫ লাখ টাকা দাবি করেছে। কাছের একটি সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে।
মাহমুদ নগরের ভগত সিং মার্কেটে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে এবং ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অভিযুক্তরা শাকির গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের একজনকে টেক্সটাইল ব্যবসায়ীকে ধরে নিয়ে যেতে দেখা যায়, যার পরিচয় এখনও পাওয়া যায়নি। এরপর সে ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে হুমকি দিতে থাকে।
চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করার পর ওই ব্যবসায়ী সাহায্যের জন্য স্থানীয় পুলিশের কাছে যান। তিনি কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে দুষ্কৃতীদের হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে। দুর্বৃত্তদের সম্পর্কে আরও তথ্যের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে বলে জানা গেছে। যদিও তাদের এখনও সনাক্ত করা যায়নি।