২০২৪ সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল। প্রাপকদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি। পুরুলিয়ার দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। আদিবাসী পরিবেশকর্মী দুখু পুরুলিয়ার সিন্দ্রি গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে বেড়ান। রুক্ষ মাটিতে গাছ পুঁতে সেই মাটি করে তোলেন উর্বর। ‘গাছ দাদু’ নামেও তাঁকে চেনেন অনেকে।
বীরভূমের ভাদু শিল্পী রতন কাহারও পদ্মশ্রী পেয়েছেন। এ ছাড়াও তালিকায় আছেন কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল। রয়েছেন পুরুলিয়ার নেপালচন্দ্র সূত্রধর, তিনি ছৌ নাচের মুখোশ তৈরি করতেন। ২০২৩ সালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়া হবে।
বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী। শিল্পে পদ্মশ্রী প্রাপকের নাম তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মণ। এ বছর মোট ১১০ জন কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই আদিবাসী কিংবা সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ২০২৪ সালের লোকসভা নির্বাচন আসন্ন। বিরোধীরা কেউ কেউ বলছেন, সেই নির্বাচনে প্রান্তিক শ্রেণির ভোটব্যাঙ্ককে মাথায় রেখে পদ্ম সম্মান প্রদান করেছে কেন্দ্র।
এ বারের পদ্ম সম্মান প্রাপকের তালিকায় রয়েছেন দেশের প্রথম মহিলা মাহুত অসমের পার্বতী বড়ুয়া। ছত্তীসগঢ়ের জশপুরের আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদবও পদ্মশ্রী পেয়েছেন। আদিবাসী পরিবেশবিদ এবং নারী উন্নয়নকর্মী চামি মুর্মুকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।