বাংলার শীতের কামড় অব্যাহত রইলেও বর্তমানে বিরাজ করছে আরামদায়ক ও মনোরম আবহাওয়া। শহরে আপাতত নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নামতে পারে অনেকটাই। কুয়াশার আবরণ দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিঙে হতে পারে হালকা বৃষ্টিপাত। শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
পাশাপাশি, এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ। আগামী কয়েকদিন শহরের আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। তাপমাত্রাও কিছুটা একই রকম থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সকাল থেকে আকাশ কুয়াশাছন্ন থাকতে পারে অধিকাংশ জেলার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। আপাতত চার থেকে পাঁচ দিন মনোরম পরিবেশ থাকবে বলে মনে করছেন আবহবিদরা। মাঝারি ঘন কুয়াশার দাপট দেখা যাবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতাও, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।
