মোদী সরকারের বিরোধিতায় আজ, শুক্রবার থেকেই আন্দোলনে নামছে কৃষকরা। আজ, সারা দেশের ৫০০টি জেলায় ট্রাক্টর মিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা। এই কর্মসূচিতে অংশ নেবেন সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলিও। দুই সংগঠনের তরফে এক যৌথ বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
স্বাভাবিকভাবেই আজ, শুক্রবারের সামগ্রিক কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিস-প্রশাসন। অশান্তির আশঙ্কায় দিল্লির সীমানাগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির অভিযোগ, একটি কর্মসূচিকে কেন্দ্র করে অযথা আন্দোলনকারীদের খলনায়ক বানানোর চেষ্টা হচ্ছে।
দিল্লিতে আজ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের কথা মাথায় রেখে কিষান মোর্চা আগেই জানিয়েছে যে, শুক্রবার তারা দিল্লিতে কোনওরকম ট্রাক্টর মিছিলের আয়োজন করবে না। সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, কৃষি সংক্রান্ত বিষয়ে একাধিক লিখিত আশ্বাস দিয়েও তা পূরণ করেনি মোদী সরকার।