মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই নাম না করে ভারতকে বার্তা দিয়েছিলেন মহম্মদ মুইজ্জু। সাফ জানিয়ে দিয়েছিলেন, আইন মেনে মলদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেওয়া হবে। আর তার পরে একটি সাক্ষাৎকারে মুইজ্জু সরাসরি ভারতের নাম করে বলেন, মলদ্বীপ ছাড়তে হবে ভারতীয় সেনাকে। কারণ পুরোপুরিভাবে স্বাধীন দেশ হিসাবে পরিচিত হতে চায় মলদ্বীপ। যদিও মলদ্বীপ থেকে সেনা সরানোর ব্যাপারে মোদী সরকার এখনও তাঁদের কোনও নির্দেশ দেয়নি বলে বৃহস্পতিবার জানালেন ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।
প্রসঙ্গত, মলদ্বীপ বিতর্ক শুরু হওয়ার পর পরই মলদ্বীপ থেকে সেনা সরানোর ‘আর্জি’ জানিয়েছিল সে দেশের মুইজ্জু সরকার। এ নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়। চলতি মাসেই চিন সফর থেকে ফিরে মলদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু, নিজের দেশের ভূখণ্ড থেকে ভারতীয় সেনা সরানোর ব্যাপারে সময় ‘বেঁধে’ দেন। তাঁর সরকার জানায়, মলদ্বীপে কোনও ভারতীয় সেনা থাকতে পারবে না। ১৫ মার্চের মধ্যে সবাইকে সরতে হবে। যদিও এ বিষয়ে ভারতীয় নৌবাহিনীর কাছে যে কোনও ‘সরকারি’ নির্দেশ আসেনি, তা স্পষ্ট করে সংবাদমাধ্যমকে অ্যাডমিরাল হরি কুমার বলেন, ‘সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা নির্দেশের জন্য অপেক্ষা করছি।’ এর পরই নৌবাহিনী প্রধান বুঝিয়ে দেন যে, সেনা প্রত্যাহারের ব্যাপারে কেন্দ্রীয় সরকার ‘সত্যিই’ কোনও রকম যোগাযোগ করেনি।