চতুর্থ বারের মতো আইসিসির বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের শিরোপা উঠল বিরাট কোহলির মাথায়। গত বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হলেও অধরা রয়ে গিয়েছিল ট্রফি। আর এবার ক্রিকেটের নিয়ামক সংস্থার বিচারে এক দিনের ক্রিকেটে গত বছরের সেরা ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট। বৃহস্পতিবার আইসিসি এই ঘোষণা করেছে। সব মিলিয়ে বছরের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপে বিরাট ১১টি ইনিংসের মধ্যে ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন। মোট ৭৬৫ রান করেছেন বিশ্বকাপে। প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে করেননি কোনও ক্রিকেটার।
উল্লেখ্য, ২০০৩ সালে গড়া শচীন তেন্ডুলকরের নজিরকেও ছাপিয়ে যান বিরাট। ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটে ৭৬৫ রান করেছেন তিনি। সেমিফাইনালে নিউ জেল্যান্ডের বিরুদ্ধে শতরান করে এক দিনের ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড গড়েছেন বিরাট। ৫০টি শতরান হয়েছে তাঁর। এখানেও টপকেছেন শচীনকে। ফাইনালেও অর্ধশতরান করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। বিরাট আউট হওয়ার পর ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। গত বছরে এক দিনের ক্রিকেটে ২৪ ইনিংসে মোট ১৩৭৭ রান করেছেন বিরাট। গড় ৭২.৪৭। রয়েছে ৬’টি শতরান এবং ৮টি অর্ধশতরান।