আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট-আবহে সরগরম রাজ্য-রাজনীতি। বাংলাজুড়ে জনসংযোগ আরও দৃঢ় করতে তৎপর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানে প্রশাসনিক অনুষ্ঠান সেরে ফেরার পথে গাড়ির ঝাঁকুনিতে কপালে চোট পান তিনি। এমন দুর্ঘটনা থেকে ফিরেও অবশ্য যথেষ্ট সক্রিয় মমতা। বুধবারের পর বৃহস্পতিবার তিনি ধনধান্যে প্রেক্ষাগৃহে ক্রীড়াবিদদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেখান থেকেই ঘোষণা করলেন আগামী জেলা সফরের কথা। আঘাত নিয়েও আগামী ২৮ তারিখ থেকে টানা ৮টি জেলায় ঘুরবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জায়গায় পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে তাঁর। ২৮শে জানুয়ারি কলকাতা থেকে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি পরিষেবা প্রদানের পর তিনি চলে যাবেন কোচবিহারে। ২৯ তারিখ কোচবিহারে অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী যাবেন শিলিগুড়িতে। উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাবাসীর জন্য পাট্টা বিলি করবেন তিনি।
সেখান থেকে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার পর মালদহে কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে এর পর মুখ্যমন্ত্রী আসবেন দক্ষিণবঙ্গে। মালদহ থেকে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ হতে ফেব্রুয়ারির ১ বা ২ তারিখ হবে বলে নিজেই জানান মুখ্যমন্ত্রী। সামনেই লোকসভা ভোট। তার আগে প্রত্যেক জেলায় ঘুরে সেখানকার সরকারি পরিষেবার খতিয়ান নেওয়া, পাশাপাশি দলীয় সংগঠনের হালও বুঝে নেওয়া। দুয়ের উদ্দেশেই জেলা সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটের আগে বিশেষ নজর তাঁর উত্তরবঙ্গে। ঊনিশের ভোটে এখানে প্রত্যাশিত ফলাফল হয়নি তৃণমূলের। সেই সমস্যার সুরাহায় এবার উত্তরবঙ্গের সংগঠনের দিকে বাড়তি নজর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো নিজে। আর সেই কারণেই টানা ৮ দিনের জেলা সফরের অধিকাংশই উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী।