‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচিতে এবার আসাম থেকে বক্সিরহাট হয়ে কোচবিহারে এলেন রাহুল গান্ধী। বক্সিরহাটের সভায় তাঁর হাতে পোড়া মাটির মা দুর্গার মূর্তি তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগেন রাহুল। অভিযোগ করেন, দেশজুড়ে হিংসা ছড়াচ্ছে আরএসএস ও বিজেপি।
প্রসঙ্গত, রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা থাকায় জলপাইগুড়িতে রাহুল গান্ধীর আহারের স্থান পরিবর্তনের পাশাপাশি দুঘণ্টা পিছিয়ে যায় যাত্রার সময়। কোচবিহারে রাহুল গান্ধীর আপ্যায়নে কোনও খামতি রাখতে চাইছে না জেলা নেতৃত্ব। বক্সিরহাটের কর্মসূচির পর রাহুল তুফানগঞ্জের চামটা এলাকায় জিগনিতলা ক্লাবের উলটো দিকে মধ্যাহ্নভোজনের জন্য দাঁড়াবেন।
আর সেখানেই রাহুল গান্ধীর খাবার জন্য তোর্সা নদীর সুস্বাদু বোরলি মাছের বিশেষ পদ থাকছে। এছাড়াও খাবারের তালিকায় রয়েছে লুচি, সাদা রুটি, ছোলার ডাল, সাদা ভাত, ভেজ ডাল, চিকেন কষা, আলু ভাজা, স্যালাড, গন্ধরাজ লেবু। তার সঙ্গে ব্রকোলির বিশেষ একটি সুপ সেখানে তৈরি রাখা হয়েছে।