এবার বাংলার বুকে গড়ে উঠতে চলেছে ৫০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান। প্রসঙ্গত, রাজ্যে যাতে আরও বেশি পরিমাণে ডব্লিউবিসিএস, আইপিএস অফিসার তৈরি করা যায় এবার সেই বিষয়ে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সভা থেকে এদিন তিনি জানান, সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে সরকারি উদ্যোগে। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, তফসিলি জাতি এবং উপজাতির পড়ুয়ারা সেখানে পড়তে পারবেন। তবে এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়ে বলেন, এই সমস্ত প্রশিক্ষণকেন্দ্রে যাতে জেনারেল কাস্টের ছেলেমেয়েরাও সুযোগ পায় সে বিষয়ে যেন যথাযথ নজর দেওয়া সবে।
রাজ্যের জেলায় জেলায় এইরকম ৫০টি ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে বলে জানান মমতা। ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উর্দু-সাঁওতালি ভাষাকে প্রাধান্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএস পরীক্ষায় উর্দু, সাঁওতালি ও হিন্দি ভাষা সংযোজিত করা হয়েছে।
২০১৬ সাল থেকে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে এবং কলেজে ডব্লিউবিসিএস-এর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে কর্তব্যরত আইএএস, আইপিএস,ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়েছে। প্রশিক্ষণ দিচ্ছেন সেই অফিসাররাই।