আগামী রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে-র সঙ্গে লোকসভা ভোটে আসন রফা নিয়ে নিয়ে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস। এআইসিসির একটি সূত্রে এমনটাই জানা গিয়েছে। আসন রফার দায়িত্বপ্রাপ্ত পাঁচ কংগ্রেস নেতার কমিটি স্ট্যালিনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে ওই সূত্র জানাচ্ছে। রাজ্যসভা সাংসদ মুকুল ওয়াসনিকের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রয়েছেন, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং এআইসিসির প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন ন’টি দলের জোটের অন্যতম শরিক ছিল কংগ্রেস। সেবারের ভোটে ডিএমকে ২০টি আসনে এবং কংগ্রেস ৯টি আসনে লড়েছিল। সিপিএম, সিপিআই এবং দলিত সংগঠন ভিসিকে লড়েছিল ২টি করে লোকসভা কেন্দ্রে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, এমডিএমকে, আইজেকে এবং কেএমডিকের ভাগে পড়েছিল একটি করে আসন। এবার তামিল চিত্রতারকা কমল হাসানের দল ‘মাক্কাল নেধি মইয়ম’ (এমএনএম) ডিএমকে-কংগ্রেসের সঙ্গী হতে পারে বলে জল্পনা রয়েছে।