কেউ প্রকাশ্যে ইন্ডিয়া নিয়ে মুখ না খুললেও জোটের ভবিষ্যত নিয়ে চর্চা চলছিল বেশ কিছু দিনধরেই। এরই মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আর মমতার এই সিদ্ধান্তের পরেই নানাভাবে তৃণমূলের মন ভোলাতে সচেষ্ট কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রীকে ছাড়া জোটের কথা ভাবাই যায় না। এমনই প্রতিক্রিয়া জানিয়েছে তারা। আর এবার বাংলার মুখ্যমন্ত্রীকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করার আর্জি জানালো হাত শিবির।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত পাঁচ মিনিটের জন্য আসুন।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই বাংলায় ভারত জোড়ো, ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। কোচবিহারে আজই তিনি প্রবেশ করেছেন। যদিও গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলায় এই যাত্রা আসছে। কিন্তু কেউ তাঁকে এখনও এই বিষয়ে কিছু জানায়নি। যদিও কংগ্রেস শিবিরের তরফে জানানো হয়, তাঁরা বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছেন। এদিন ফের জয়রাম রমেশ আমন্ত্রণ জানান মমতাকে।