গত বছরের ১৮ ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখবন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট জমা দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ(এএসআই)। যা প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন করেছিল হিন্দু পক্ষ। বুধবার আদালত জানাল, এএসআইয়ের ওই রিপোর্ট হিন্দু এবং মুসলিম দুই পক্ষকেই দেওয়া হবে। প্রসঙ্গত, এএসআইয়ের রিপোর্ট আদালতে জমা পড়তেই হিন্দুত্ববাদীরা রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন করেছিল।
শুনানিপর্বের শেষে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা স্থগিত রাখেন জেলা বিচারক অজয়কুমার বিশ্বাস। এদিন তিনি জানালেন, হিন্দু ও মুসলিম দুই পক্ষকেই এএসআইয়ের রিপোর্ট দেওয়া হবে। উল্লেখ্য, এই রিপোর্টের ভিত্তিতেই জ্ঞানবাপী মসজিদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে আদালত।