সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলায় একটি প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই আবার পূর্ব মেদিনীপুরের মেচেদাতে সভা করার কথা অমিত শাহের। খুব স্বাভাবিকভাবেই আগামী সোমবার, যুযুধান দুই শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়বে বলেই মনে করা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগেই পৈলানে একটি নির্দিষ্ট কর্মসূচিতে গিয়েছিলেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রে তিনি যে বাড়তি সময় দেবেন সে কথা আগেই জানিয়েছিলেন। সেইমতো আগামী ২৯ জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ বিষ্ণুপুরের আমতলা অডিটোরিয়ামে এই বৈঠক হবে।
অভিষেক বন্দোপাধ্যায় কিছুদিন আগেই শ্রদ্ধার্ঘ্য প্রকল্প চালু করেছেন নিজের নির্বাচনী এলাকায়। জন সাধারণের পরিষেবা সংক্রান্ত বিষয়ে তিনি আলোচনা করতে পারেন বলেও মনে করা হচ্ছে। বেলা ১টা নাগাদ এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।