ফের অঘটনের সাক্ষী রইল এবছরের অস্ট্রেলীয় ওপেন। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন স্পেনীয় তারকা কার্লোস আলকারাজ। আলেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে হেরে যান তিনি। ম্যাচের ফল জেরেভের পক্ষে ৬-১, ৬-৩, ৬-৭ (৭-২), ৬-৪। উল্লেখ্য, টেনিস ক্রমতালিকায় বিশ্বের দু’নম্বর আলকারাজ। তিনি হেরে গেলেন ছ’নম্বরে থাকা জেরেভের বিরুদ্ধে। গত বছর উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। তার আগের বছর জিতেছিলেন ইউএস ওপেন। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের পর তাঁকেই আগামী দিনে টেনিস বিশ্বে রাজত্ব করতে দেখা যাবে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। কিন্তু প্রথম দু’টি সেটে জেরেভের বিরুদ্ধে এক প্রকার উড়ে গিয়েছিলেন আলকারাজ়। মনেই হচ্ছিল না আলকারাজ় খেলছেন বলে। স্প্যানিশ টেনিস তারকাকে নিয়ে ছেলেখেলা করছিলেন জার্মানির জেরেভ। ১-৬, ৩-৬ গেমে প্রথম দু’টি সেট হেরে যান আলকারাজ। তৃতীয় সেটে ম্যাচে ফেরেন তিনি। টাই ব্রেকারে গিয়ে সেট জিতে নেন। তৃতীয় সেটে একটা সময় এগিয়ে ছিলেন জেরেভ। তার পরেও সেট দখলে রাখেন আলকারাজ। টাইব্রেকারে জেরেভকে কার্যত উড়িয়ে দেন তিনি।
তবে তৃতীয় সেট জিতলেও চতুর্থ সেটে হারতে হয় আলকারাজকে। ৪-৪ গেম পর্যন্ত লড়াই হলেও তার পরেই আলকারাজের সার্ভিস ব্রেক করেন জেরেভ। পরে নিজের সার্ভিস জিতে ম্যাচ জিতে নিলেন জার্মান তারকা। অন্য কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে উঠেছেন ড্যানিল মেদভেদেভ। তিনি হারিয়ে দেন হুবার্ট হুরকাজ। পাঁচ সেটের লম্বা লড়াই মেদভেদেভ জিতে নেন ৭-৬ (৭-৪), ২-৬, ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে। সেমিফাইনালে মেদভেদেভ এবং জেরেভ মুখোমুখি। অন্য সেমিফাইনালে জোকোভিচ খেলবেন জানিক সিনার। মেয়েদের সেমিফাইনালে একটি ম্যাচে মুখোমুখি কোকো গফ এবং আরিনা সাবালেঙ্কা। অন্য সেমিফাইনালে খেলবেন ডায়ানা ইয়াসত্রেমস্কা এবং কিনওয়েন ঝেং। দু’টি ম্যাচই হবে বৃহস্পতিবার। শুক্রবার অনুষ্ঠিত হবে ছেলেদের সেমিফাইনাল।