সম্প্রতি লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না করে ‘একলা চলো’র বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও সেই পথে হেঁটে জানিয়ে দিয়েছেন, পাঞ্জাবে একই লড়বে তাঁর দল। এবার বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ দাগলেন তিনি। যার ফলে প্রশ্নের মুখে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ।
মঙ্গলবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর পরেই বিহারের রাজনৈতিক হাওয়া জটিল আকার ধারণ করে। যা এড়াতে পারছেন নীতীশও। বুধবার কর্পূরী ঠাকুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে পাটনায় জেডিইউয়ের আয়োজিত একটি সভায় দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালে ক্ষমতায় আসায় পর থেকেই আমি কেন্দ্রীয় সরকারের কাছে কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার আবেদন করে আসছি। যদিও তা মানা হয়নি। একইসঙ্গে নাম না করে পরিবারতন্ত্র নিয়েও কংগ্রেসকে তোপ দাগেন তিনি।