লোকসভা নির্বাচনের আগে রাজ্য কি ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে? অন্তত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা তেমনটাই ইঙ্গিত দিল বলেই মনে করা হচ্ছে। রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ প্রস্তুত রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে এমনটাই ঘোষণা করেন।
এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর ইতিমধ্যেই নবম – দশম ও একাদশ – দ্বাদশ স্তরে নতুন করে নিয়োগের জন্য শূন্য পদ বহুদিন আগেই তৈরি হয়ে রয়েছে।
শুধু তাই নয় রাজ্য জুড়ে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ তৈরি হয়ে রয়েছে। এই তিনটি স্তরের ক্ষেত্রে নিয়োগের বিধিও প্রায় প্রস্তুত। কিন্তু সেই বিষয়ে এখনও নির্দেশিকা জারি করেনি রাজ্য। এদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অন্তত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে ফের জল্পনা বাড়ালো বলে মনে করা হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে বলেন, ‘শিক্ষকের পদ আমাদের প্রস্তুত আছে। আমরা শিক্ষক নেব’। তবে এদিন তিনি আদালতের উদ্দেশ্য আবেদন রাখেন শূন্যপদ পূরণের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তিনি বলেন, ‘সিপিএম, বিজেপি এরা আটকে রেখে দিয়েছে। শূন্য পদ পূরণ হলে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। আমি দুঃখিত কখনো কখনো সরকারের হাত-পা বেঁধে রাখা হয়। আমি বিচারপতির বিরুদ্ধে নয়। কিন্তু রায়ের বিরুদ্ধে বলা যায়। আমি আদালত কে সম্মান করি। আমি আবেদন করছি শূন্য পদ পূরণের ব্যবস্থা করে দিন’।