গত সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনিই ছিলেন একমাত্র সংখ্যালঘু অতিথি। এবার সেই ইকবাল আনসারি জানালেন, রামমন্দির হয়ে গিয়েছে। রামলালা প্রাণ পেয়েছেন। এবার ধর্মের নামে দাঙ্গা বন্ধ হোক।
প্রসঙ্গত, রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় মুসলিম সম্প্রদায়ের তরফে মূল মামলাকারী ইকবাল। তঁকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্ট। আগেই জানিয়েছিলেন, মন্দির উদ্ধোধনে হাজির থাকবেন। সেইমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় আসার আগেই মন্দিরপ্রাঙ্গনে প্রবেশ করেন। সকলের বক্তৃতা শোনার পর রামলালার মূর্তি দর্শন করেন। প্রসাদও খান। ট্রাস্টের পক্ষ থেকে অতিথিদের যে উপহার দেওয়া হয় তা বাড়িতে নিয়ে আসেন। দেশবাসীর কাছে ইকবালের আবেদন, অযোধ্যাকে সম্মান জানাতে ও ঐতিহ্য বজায় রাখতে দয়া করে সাম্প্রদায়িক দাঙ্গা করবেন না।