পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এফটিটিআইআই) গেরুয়া-বাহিনীর তাণ্ডবের অভিযোগ। সোমবার দুপুরে গেরুয়া উত্তরীয়ধারী জনা ২০-২৫ দুষ্কৃতী ক্যাম্পাসে ঢুকে মারধর চালায় এবং বাবরি মসজিদ ধ্বংসের নিন্দা করে পোস্টার ছিঁড়তে থাকে বলে পড়ুয়াদের সংগঠন একটি বিবৃতিতে জানিয়েছে।
স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাংকাপ নোওয়াম এবং জেনারেল সেক্রেটারি সায়ন্তন চক্রবর্তীও নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ। তাঁরা জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ আসার পরেও দুষ্কৃতীরা অনায়াসে ক্যাম্পাস থেকে সরে পড়ে। পড়ুয়ারা পরে থানায় যাওয়ার সময়ে তারা উল্টে ওই চত্বরে ভিড় করে এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে।
একটি ভিডিয়োতেও (‘এখন খবর’ সত্যতা করেনি) গেরুয়া উত্তরীয়ধারী একটি দলকে ক্যাম্পাসে পোস্টার ছিঁড়ে মারধর করতে দেখা গিয়েছে। উর্দিধারী রক্ষীরাও সেখানে নিষ্ক্রিয়। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল বলে পড়ুয়াদের সংগঠনের তরফে অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।